০৫ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪৭, ৪ জুলাই ২০২৫

ফতুল্লায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ফতুল্লায় ১৩ বছরের কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলার আসামি আজিম (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজিম ফতুল্লার গেদ্দারবাজার এলাকার হোসেনের ছেলে।

র‌্যাব-১১-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ মে সকাল ৭টার দিকে ভিকটিম বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে ফতুল্লার গেদ্দারবাজার তালতলা শ্মশানসংলগ্ন একটি মেসবাসার সামনে পৌঁছালে আসামি আজিম কৌশলে তাকে একটি ফাঁকা রুমে নিয়ে দরজা আটকে দেয়। একপর্যায়ে ভিকটিম চিৎকার করলে আসামি চাকু দেখিয়ে হত্যার ভয় দেখায় এবং  ধর্ষণ করে।

চিৎকার শুনে ভিকটিমের মা এসে দরজার বাইরে থেকে ডাকতে থাকলে আজিম পালিয়ে যায়। পরে ভিকটিমকে উদ্ধার করে স্থানীয় গন্যমান্যদের বিষয়টি জানানো হয়। ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন।

মামলার পর র‌্যাব-১১ এর একটি দল আসামিকে গ্রেফতারে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

সর্বশেষ

জনপ্রিয়