০৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০১, ৩ জুলাই ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ছাত্র ফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (৩ জুলাই) সংবাদপত্রে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছিমা সরদার জানান, “গত বছর জুলাই-আগস্টে এদেশের ছাত্র-শ্রমিক-জনতা এক গৌরবোজ্জ্বল গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিল। কিন্তু আজও সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা—একটি বৈষম্যহীন বাংলাদেশ—বাস্তবায়িত হয়নি।”

বিবৃতিতে তারা আরও বলেন, “নেতা বদলেছে, কিন্তু বৈষম্যমূলক শাসননীতি আজও বহাল রয়েছে। মব ভায়োলেন্স, নারী নির্যাতন, ধর্ষণ, গুম, খুনসহ সমাজে নানা অবক্ষয় চলছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষের নিরাপত্তা নেই। এসব প্রতিকূলতার মাঝেও আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রাম চালিয়ে যাব। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের আন্দোলনের লক্ষ্য।”

ঘোষিত মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে আগামী ৫ জুলাই শনিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে একটি আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে, যা উদ্বোধন করবেন জুলাই অভ্যুত্থানে শহীদ ফজলে রাব্বীর পরিবারসহ অন্যান্য স্বজনরা।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ৪–১৩ জুলাই নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে আলোকচিত্র প্রদর্শনী, ১৪ জুলাই ছাত্রী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্র সমাবেশ ও মিছিল, ১৬ জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন, ১৮ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন, ১৯–২৭ জুলাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, ২৮ জুলাই–৪ আগস্ট থানা, উপজেলা ও ওয়ার্ডে সমাবেশ, মানববন্ধন, পথসভা, মোমবাতি প্রজ্বালন, ৫ আগস্ট ছাত্র সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক, ৭ আগস্ট সমাপনী অনুষ্ঠান।

সর্বশেষ

জনপ্রিয়