০৪ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ৩ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মিলাদ

জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মিলাদ

জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ১১ নং ওয়ার্ড সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের সহযোগিতায় এই আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) কিল্লারপুল এলাকায় সিটি কর্পোরেশন ১১ নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাসিক ১১নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান রিপন, সহ-সভাপতি সোহরাব হোসেন হ্যালো, সাংগঠনিক সম্পাদক এস এম দিপু, অর্থ সম্পাদক মাসুদ রেজা, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, মহানগর যুবদলের সদস্য সাইফুল ইসলাম আপন, ওয়ার্ড প্রচার সম্পাদক মোহাম্মদ মিথুন মিয়া, ওয়ার্ড যুবদল সদস্য শেখ আব্দুল হালিম, নাসের হক ইমন জরুল হক রিপন, মো. রবিউল আব্দুল, মালেক নান্টু, আরিফুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি তানভীর রহমান, ১১ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক ইফতেখার হোসেন লাদেন, দপ্তর সম্পাদ সাব্বির হোসেন, শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল হুদা মেহেদী, সদস্য রেদওয়ান খন্দকার, সিজান, তাইফ, আনন্দ, ইমন, নিবিড় প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের সকল শহীদদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। যারা আহত হয়েছেন, তাদের প্রতি অকুন্ঠ সম্মান ও সহমর্মিতা। আপনাদের আত্মত্যাগও সাহসিকতা গণতন্ত্র ও অধিকার রক্ষায় অনন্ত প্রেরণা হয়ে থাকবে।’ 

এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়