০৫ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২১, ৪ জুলাই ২০২৫

মুকুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

মুকুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদে বন্দরের বিভিন্ন ওয়ার্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ জুলাই) বাদ জুম্মা বন্দরের সোনাকান্দা কিল্লা জামে মসজিদের সামনে ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “আতাউর রহমান মুকুল ভাই এই এলাকার মানুষের জন্য একজন নিবেদিতপ্রাণ। তিনি দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বন্দরবাসীর জন্য বহু উন্নয়ন করেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন।”

তারা আরও বলেন, “ফ্যাসিস্ট শাসনামলে যখন বিএনপি নেতাকর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন, তখন মুকুল ভাই সবার জন্য ছিলেন আশ্রয়। তিনি কোনো দ্বিধা ছাড়াই আইনি ও মানবিক সহায়তা দিয়ে অনেককে রক্ষা করেছেন। তাঁর ওপর এমন বর্বরোচিত হামলা গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।”

মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বন্দরের ২০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা গোলাম নবী মুরাদ।

বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট আনিছ, মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ফারুক চৌধুরী, ২০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আঃ জব্বার পাঠান, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়া হান্নান, বিএনপি নেতা আরমান, মো. শাহিন, অলিদ মুন্সি, মো. এসাক আলী, মো. আসলাম, শহীদ হোসেন, ইয়া নবী, হাসান মৃধা এবং খোকন মির্জা।

সর্বশেষ

জনপ্রিয়