জীবন থাকতে কুরআনবিরোধী আইন বাস্তবায়ন হতে দেবো না: জব্বার

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে চাষাঢ়া ছাত্র শিবির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, "জীবন থাকতে বাংলাদেশে কোনো কুরআনবিরোধী আইন বাস্তবায়ন হতে দেবো না। আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে সৎ লোকের শাসন সমাজে প্রতিষ্ঠা করতে হবে।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ ছাত্র শিবির কুরআনকে আঁকড়ে ধরার কারণে উপমহাদেশে সুনাম বয়ে এনেছে। তাই আমাদের প্রত্যেকের উচিত কুরআনের আলোকে জীবন গঠন করা।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অমিত হাসান। কুরআনের গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শতাধিক ছাত্র শিবির নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সভা শেষে দোয়া মুনাজাত পরিচালিত হয়।