বন্দরে সুদের টাকা না পেয়ে সবজি বিক্রেতাকে নির্যাতনের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে সুদের টাকা না পেয়ে জহিরুল ইসলাম জুয়েল (৩০) নামে এক সবজি বিক্রেতাকে আটকে রেখে শারীরিক নির্যাতন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল রাজ্জাক মিয়া ও তার সহযোগী আল আমিনের বিরুদ্ধে।
সোমবার (১২ মে) বিকেল ৬টায় বন্দর উপজেলার কলাগাছিয়া বাজার থেকে সবজি বিক্রেতা জুয়েলকে তুলে নিয়ে চুনাভূরা এলাকায় আব্দুল রাজ্জাকের বসতবাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়।
নির্যাতিত জহিরুল ইসলাম জুয়েল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেরশ্বরী এলাকার জুলহাস প্রধানের ছেলে। এ ঘটনায় জুয়েলের মা জেসমিন বেগম বাদী হয়ে বন্দর থানায় আব্দুল রাজ্জাক ও আল আমিনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে সুদের টাকা নিয়ে আব্দুল রাজ্জাকের সঙ্গে জেসমিন বেগমের বিরোধ চলছিল। সুদের টাকা দিতে ব্যর্থ হওয়ায় আব্দুল রাজ্জাক ও আল আমিন জুয়েলকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছ থেকে সবজি বিক্রির নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয়রা জানান, আব্দুল রাজ্জাক বিএনপি নেতা পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে সর্বশান্ত করার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা আব্দুল রাজ্জাকের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। বর্তমানে আহত জুয়েলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।