সোহেলের উপর হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদের মানববন্ধন

গার্মেন্টস শ্রমিক সোহেলের উপর হামলার প্রতিবাদে সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টায় পশ্চিম মাসদাইর এলাকাবাসীর ব্যানারে বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান।
এসময় বক্তারা বলেন, "বিসিক শিল্প নগরীকে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি থেকে মুক্ত রাখতে হবে। যারা এধরনের হামলা ও সহিংস কর্মকাণ্ড চালায়, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি।"
তারা আরও বলেন, "আমরা মাসদাইর এলাকাবাসী শান্তি চাই। বিসিকের পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হোক, সেটাই আমরা চাই।"
আহত সোহেলের স্ত্রী সিমু বেগম বলেন, "আমার স্বামী উপর হামলা করা হয়েছে, আমরা তার ন্যায়বিচার চাই।"
এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলাদলের সহ-সভাপতি রজিনা আক্তার, এনায়েত নগর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি সাদেক দেওয়ান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম প্রধান, সহ-সভাপতি মো. জিলানী ফকির, যুগ্ম সম্পাদক সাইফুল প্রধান, ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল সরকার প্রমুখ।
মানববন্ধন শেষে বক্তারা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে সোহেলের উপর হামলার বিচার দাবি করে স্মারকলিপি জমা দেন।