শিক্ষার্থী ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদ ছাত্র ফেডারেশনের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যানজট নিরসনে নিয়োজিত শিক্ষার্থী ও কর্মচারীদের উপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (১২ মে) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা।
বিবৃতিতে বলা হয়, সকালে ৪ দফা দাবিতে অটোরিকশা চালকরা সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। অবস্থানের এক পর্যায়ে তারা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থী ও কর্মচারীদের উপর অতর্কিত হামলা চালায়।
জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন,“যানজট নারায়ণগঞ্জের অন্যতম বড় সমস্যা। এই সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, অটোরিকশার রুট নিশ্চিতকরণের দাবিতে আমরা বরাবরই সোচ্চার। এমন পরিস্থিতিতে এ ধরনের সন্ত্রাসী হামলা শহরের শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলেছে। প্রশাসনের উচিত দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা।”
জেলা সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকেরা এই হামলার শিকার হয়েছেন। যারা বর্তমানে চিকিৎসারত আছেন। সিটি কর্পোরেশনের কর্মচারিসহ দায়িত্ব পালনরত প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শহরের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। কোনো রাজনৈতিক প্রশ্রয়ে সন্ত্রাসী তৎপরতার আশঙ্কা থাকলে তার বিরুদ্ধেও প্রশাসনের কঠোর পদক্ষেপ নিতে হবে।”