নৌ নিরাপত্তা সপ্তাহে নারায়ণগঞ্জ নদী বন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত

“দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ” প্রতিপাদ্যে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নারায়ণগঞ্জ নদী বন্দরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিআইডব্লিউটিএ ভবনে এ আলোচনা সভার আয়োজন করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ।
সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, “নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স জারি করেছি। পুলিশ থাকবে আর চাঁদাবাজ থাকবে না, এটাই শেষ কথা। যদি কোনো তথ্য থাকে, আমাদের জানাবেন। পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
নদী দূষণ প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জের নদীগুলোর নাব্যতা হারাচ্ছে। কলকারখানার বর্জ্যসহ বিভিন্ন বর্জ্য ফেলে নদী দূষিত করা হচ্ছে। টার্মিনালে মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সচেতন করার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক মুহাম্মদ ইসমাইল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ডিইপিটিসি বিআইডব্লিউটিএ-এর অধ্যক্ষ মোহাম্মদ শাজাহান, নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক, শ্রমিক নেতা মাহমুদ হোসেন ও মো. সাত্তারসহ বিভিন্ন কর্মকর্তা।