আড়াইহাজারে বোরো ধান কর্তনের উদ্বোধন ও কৃষক মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তনের উদ্বোধন ও কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকালে উপজেলার জলাকান্দীতে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কর্তনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে। বর্তমানে প্রযুক্তির দাপট সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। নারায়ণগঞ্জে কৃষি সেক্টরে আমরা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পেরেছি। আমরা কেউ পিছিয়ে থাকতে চাই না।"
তিনি আরও বলেন, "সমন্বিত চাষাবাদের পদ্ধতি শিক্ষানো হচ্ছে। নতুন পদ্ধতি আসবে, সেগুলোও শিখতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে যাব।"
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি আড়াইহাজার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।