আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে এনসিপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলটি নারায়ণগঞ্জ ক্লাব হয়ে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, “এতোদিন প্রশাসন আওয়ামী লীগের বাসায় গিয়ে চা-নাস্তা করেছে। আমরা আর এধরনের আচরণ দেখতে চাই না। একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি দুর্বলতা প্রকাশ করা হলে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা তা প্রতিহত করবে।”
তিনি আরও বলেন, “ডেভিল হান্টের মধ্য দিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়েছে। এ ধরনের ষড়যন্ত্র যদি করা হয়, বিপ্লবী ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এ দেশ একাত্তরের শহীদদের রক্তে গড়া দেশ। এখানে ফ্যাসিস্টদের রাজনৈতিক অধিকার দেওয়া যাবে না। প্রশাসন, রাজনৈতিক দল বা সুশীল সমাজ আওয়ামী লীগের ব্যাপারে যেকোনো দুর্বলতা দেখালেই ছাত্র-জনতা কঠোর অবস্থান নেবে।”
এসময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।