১৪ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৬, ১৩ মে ২০২৫

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে নগরীতে আনন্দ মিছিল

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে নগরীতে আনন্দ মিছিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৩ মে) বিকাল সাড়ে ৪টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্য শেষে সংগঠনের নেতা-কর্মীরা এ মিছিল বের করে।

সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিরব রায়হান বলেন, "আজকে ঐতিহাসিক খুশির দিন আমাদের। বাংলার এই জমিনে নেক্কারজনক হত্যাকারী সংগঠন, সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে।"

তিনি আরও বলেন, "নারায়ণগঞ্জকে একসময় সাত খুন, গুম ও ত্রাসের শহর হিসেবে পরিচিত করা হয়েছিল। ৫ আগস্টের মধ্য দিয়ে আমরা সেই অপবাদ থেকে মুক্তি পেয়েছি। আমরা চাই না, নারায়ণগঞ্জ আবারও ত্বকী হত্যার শহর হয়ে উঠুক।"

সরকারের উদ্দেশে নিরব রায়হান বলেন, "আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ করেছেন। এখন দ্রুত বিচারকাজ সম্পন্ন করে আওয়ামী লীগকে পরিপূর্ণ নিষিদ্ধ করতে হবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক মাহফুজ খান, জেলার সদস্য সচিব জাবের আলম, মহানগরের হৃদয় ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়