২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৭, ১৫ মার্চ ২০২৫

আসল সফলতা আখিরাতে: গিয়াসউদ্দিন

আসল সফলতা আখিরাতে: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় গিয়াসউদ্দিন এডুকেশন কমপ্লেক্স এন্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এম, এ, হাশেম ইয়াতুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, "আমাদের চূড়ান্ত সফল হতে হবে। চূড়ান্ত সফলতা হলো আখিরাতে আল্লাহর সামনে সফলকাম হওয়া।"

তিনি আরও বলেন, "আমরা তোমাদের শুধু একাডেমিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষাও দেওয়ার চেষ্টা করেছি। সফলতা তোমাদের অর্জন করতে হবে। মহান আল্লাহ কোরআনে বলেছেন, সেই-ই সফল, যে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম।"

ভালো মানুষ হওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন,"পৃথিবীতে কেউ কাউকে মূল্য বৃদ্ধি করে দিতে পারে না। নিজের মূল্য নিজেকেই বৃদ্ধি করতে হয়। তাই আমাদের নিজেদের মূল্য নিজেরাই বৃদ্ধির চেষ্টা করতে হবে, যাতে আল্লাহর কাছে আমরা মূল্যায়িত হই। ভালো মানুষ হওয়া ইচ্ছার ব্যাপার, এটি কঠিন কিছু নয়।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক গার্লস স্কুলের প্রধান শিক্ষক কাজী ফারহানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী ও অতিথিরা। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের শিক্ষক মো. ফারুক হোসেন রাজু।

সর্বশেষ

জনপ্রিয়