বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জালাল হাজীর মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য হাজী জালাল উদ্দিন আহমেদের ৩৮তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
১৯১১ সালের ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের কদমরসূল এলাকায় জন্মগ্রহণ করা জালাল হাজী ছিলেন বিএনপির প্রথম কমিটির ৬৭ নম্বর সদস্য এবং নারায়ণগঞ্জ শহর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৭৮ সালে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারি ৭৬ বছর বয়সে পরলোকগমন করেন তিনি। নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম দিকপাল হাজী জালাল উদ্দিন আহমেদ `জালাল হাজী` নামেই সুপরিচিত। প্রথম জীবনে মুসলিম লীগের রাজনীতিতে জড়িত থাকলেও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে যুক্ত ছিলেন তিনি।
নারায়ণগঞ্জের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল, শহীদ জিয়া হল ও নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল নির্মাণ। এছাড়া, তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় ও হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
মরহুম জালাল হাজীর পরিবারের সদস্যরা রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার ছেলে এডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নাতি আবুল কাউছার আশা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর।
বৃহস্পতিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বাদ ফজর নবীগঞ্জ কবরস্থানে কোরআন খতম এবং বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।