১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৬, ২৯ নভেম্বর ২০২৪

জাতীয় নাগরিক কমিটির সদর থানা প্রতিনিধি কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক কমিটির সদর থানা প্রতিনিধি কমিটি ঘোষণা

ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের শহীদ পরিবার-আহত আন্দোলনকারী ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার তরুণদের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানা প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির সদস্য আব্দুল্লাহ আল আমিন এর সুপারিশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন কমিটির অনুমোদন দেন।

কমিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার ৭১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আহত আন্দোলনকারীদের পাশাপাশি শহীদ পরিবারের প্রতিনিধিরাও রয়েছেন।

কমিটির সদস্যরা হলেন, আসিফ পারভেজ উৎস, তাকবীর হোসেন, মাযহারুল ইসলাম মুসা, আহমেদুর রহমান তনু, শওকত আলী, সাবিত আল হাসান, গোলাম রাব্বানী শিমুল, মাহমুদুন নবী, লুবনা আক্তার, সাব্বির আল ফাহাদ, জাহিদ হাসান, আসেম আল হুসাইন, মীর ফয়সাল, সালমা ইসলাম আখি, রাহুল চৌধুরী, আবুল খায়ের, এহসানুল হক, মোঃ আব্দুল মুত্তালিব, আজিজুল, রিনা খাতুন, আলমগীর হোসেন, ফিরোজ আলম, শিবলী মতিন, সুব্রত কুমার সাহা, শান্ত সাহা, রাজবীর সাহা, তমাল সাহা, প্রণব দে, বর্ষা আক্তার, জুয়েল মিয়া, বিকাশ চন্দ্র দাস, তারেক উল্লাহ সজল, জাকির সরদার, মাসুদ রানা (শফিক), ফয়সাল আহমেদ (মুন্না), নাসিম আহমেদ (তুহিন), কামরুল হাসান (টগর), সালে আহমেদ, আবু জাফর খান, আকরাম হোসেন অপু, সাদ্দাম হোসেন রনি, আশরাফুল ভুইয়া অনিক, ইয়াসিন আরাফাত, নাজমুল আলম মুন্না, ওসমান, মুহিব ইমতিয়াজ, মাহফুজ জিশাদ, রাশেদ, ফুয়াদ হাসান, আল আমিন, শহীদুল্লাহ, আরিফ হোসাইন, মাহাবুব রহমান, তমালিকা চক্রবর্তী, মোহাম্মদ শরীফুল ইসলাম, আসাদুল হক আনিস, রাফি বিন জামান, রোহান চৌধুরী, ঝুমুর সাহা, সাইফুল ইসলাম রবিন, রাকিবুল ইসলাম, হাসান আহমেদ ইমরান, হাসিব বিন হোসাইন খান, রাশেদুল ইসলাম, মাহামুদ আল ইসলাম,
পিংকি রানী সাহা, মিলি তাসনিয়া, হামিম জাকারিয়া, সাহেব বাবু, রোহান আহমেদ, সোহেল আহমেদ। 

৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এই অভ্যুত্থানে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি।

সর্বশেষ

জনপ্রিয়