সাংবাদিক শরীফুল ও শামীমের উদ্যোগে জাকির খানের জন্মদিন উদযাপন

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ৫২তম জন্মদিন উদযাপন করেছে বন্দরের সাংবাদিকরা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় নিজস্ব কার্যালয়ে বন্দর উপজেলা ক্লাবের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম ও কার্যকরী সদস্য মো. শামীম ইসলামের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহিন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, অর্থ সম্পাদক অজিদ দাস, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, সদস্য সাজিদ হোসেন কিবরিয়া, শাহরিয়ার প্রধান ইমন, শেখ সুমন, সাংবাদিক মনির, শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর সিএনজি মালিক কমিটির সভাপতি আরিফ হোসেন, শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সদস্য হুমায়ুন কবির, সিএনজি কমিটির উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত, সজিব, সুমন মুনসি, বাবুল, পিন্টু, রিয়াদ, আরিফ, মনুসহ মালিক ও শ্রমিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।