১৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৬, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:২২, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জামিনে বেরিয়ে ‘আবারও চুরি করতে গিয়ে’ যুবকের মৃত্যু

জামিনে বেরিয়ে ‘আবারও চুরি করতে গিয়ে’ যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির মামলায় জামিনে বের হওয়ার দু’দিনের মাথায় আবারও ‘চুরি করতে গিয়ে’ এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

পরে শনিবার সকালে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহত যুবকের নাম মো. তামিম। ২৫ বছর বয়সী এ যুবক মুড়াপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে তামিমকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। পরে নিহতের স্বজনরা মরদেহ নিতে গেলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি তরিকুল ইসলাম।

প্রাথমিক তদন্তের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “নিহত তামিম দু’দিন আগে একটি চুরির মামলায় জামিনে বের হয়েছিল। শুক্রবার রাতে সে তার সহযোগীদের সাথে মুড়াপাড়ায় অবস্থিত লিনা পেপারস মিলসে চুরি উদ্দেশে গিয়েছিল। সে সময় লোহার ভারি কিছু তামিমের মাথার পরে আহত হলে সহযোগীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এটা দুর্ঘটনা নাকি হত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়