বন্দরে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার বালুরচর এলাকার আহম্মদ আলীর ছেলে জিয়াউল (৪২) ও তার স্ত্রী পপি বেগম (৩৮)।
থানা সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালায়।
এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক ইদ্রিস আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।