২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৩, ২২ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালুর দাবি তরিকুল সুজনের

নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালুর দাবি তরিকুল সুজনের

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের আওতায় আনার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে জেলার রাজনৈতিক দলগুলোর মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

সভায় তরিকুল সুজন বলেন, “২০১৬ সালের শুরুতে নারায়ণগঞ্জে মেট্রোপলিটন পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তখন গাজীপুর, রংপুর ও কুমিল্লার জন্যও একই প্রস্তাব করা হয়। ২০১৭ সালের ২০ নভেম্বর মন্ত্রীসভা গাজীপুর ও রংপুর মহানগরের পুলিশ আইন অনুমোদন দেয়। কিন্তু নারায়ণগঞ্জে ১৪ বছর পার হলেও এই সার্ভিস চালু হয়নি। আয়তনের দিক থেকে নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট জেলা হলেও অর্থনীতি, রাজনীতি ও ভৌগোলিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে জনসংখ্যা প্রায় ৪০ লাখ হলেও কার্যত বসবাসকারী মানুষের সংখ্যা কোটি মানুষের কাছাকাছি। এই কারণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নেই। মেট্রোপলিটন পুলিশ চালু হলে প্রায় ১,৫০০ অতিরিক্ত পুলিশ সদস্য পাওয়া যাবে এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জের অতীত ও বর্তমান পরিস্থিতি ক্রাইম জোন হিসেবে চিহ্নিত। অপরাধীরা এখনও নারায়ণগঞ্জকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে। মেট্রোপলিটন পুলিশ সার্ভিস চালু করলে শহরে অপরাধ কমে আসবে এবং নিরাপত্তা বাড়বে। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আপনার কাছে আমার দাবি, ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে এই উদ্যোগ গ্রহণ করুন। এটি বাস্তবায়িত হলে আমরা নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ থাকব।”

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিইও মোহাম্মদ জাকির হোসেন, সচিব মোঃ নুর কুতুবুল আলম, প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন। এছাড়াও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিএনপি মহানগর আহ্বায়ক এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু, জামায়াতের সাবেক ও বর্তমান আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগর কমিটির সভাপতি হাফেজ কবির হোসেন, এনসিপি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মাহমুদ হোসেন এবং বাসদের জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়