ফতুল্লায় ভাগাড়ে মিললো এনআইডি, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার ময়লার স্তূপ থেকে প্রায় চার হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধারের ঘটনায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশ দেন।
গত রোববার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশ থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ পরিচয়পত্রগুলো উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এত পরিমাণ এনআইডি কার্ড ময়লার ভাগাড়ে উদ্ধারের ঘটনাটি উদ্বেগ তৈরি করবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জেলার নির্বাচন অফিসারকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে গাজীপুর নির্বাচন কমিশনারের সঙ্গে যোগাযোগ করে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে তাকে অবহিত করার নির্দেশ দেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, “আমাদের সদর অফিসার ও পুলিশ সহযোগিতায় সরেজমিনে গিয়ে প্রায় চার হাজার এনআইডি, কিছু প্লাস্টিক ও আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এগুলো সব গাজীপুর জেলার।”
তিনি আরও জানান, এনআইডিগুলো থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশের সহায়তায় জেলা নির্বাচন অফিসে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রায় চার হাজার এনআইডি উদ্ধার করি। সবগুলো গাজীপুর সিটি করপোরেশন এলাকার। কীভাবে এগুলো এখানে এল, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য মেলেনি।”