২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৫

চমক দেখালেন মাসুদুজ্জামান

চমক দেখালেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেবার পরপরই নানা আলোচনার সৃষ্টি হয়। বিএনপি নেতাদের মধ্যেও নানা গুঞ্জন তৈরি হয়, কেউ কেউ প্রকাশ্য সমালোচনা শুরু করে দেন। ব্যবসায়ী অঙ্গণে দারুনভাবে সফল মডেল ডি ক্যাপিটালের কর্ণধার মাসুদুজ্জামান সক্রিয় রাজনীতিতে নামার ঘোষণায় কিছুটা হোঁচট খেতে হয় তাকে। কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের উপস্থিত রেখে চমক দেখিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত মাসুদুজ্জামান সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে তার পরিচিত পুরনো। বিগত সময়ে দলের তৃণমূলের নেতা-কর্মীদের দুঃসময়ে তার অবদানের জন্য বিএনপির নেতাদের মধ্যে আস্থার জায়গা রয়েছে তার প্রতি। অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা তাকে প্রার্থী হওয়ার তালিকায় এগিয়ে রেখেছে। দুঃসময়েও দলের নেতা-কর্মীদের পাশে থাকা, আন্দোলনে অবদান রাখা, আর্থিক সহায়তা এবং পরিচ্ছন্ন ইমেজের কারণে নারায়ণগঞ্জ -৫ আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে আছেন মাসুদুজ্জামান। 

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে ও সদস্যপত্র সংগ্রহ করে বিএনপিতে যোগ দেন মাসুদুজ্জামান।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মিলনমেলায় পরিণত করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ ও সাইয়েদুল আলম বাবুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ও মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ জেলা-মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা থেকে রাজনীতি মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত বিষয়। মাসুদুজ্জামানের এই যাত্রা নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায় শুরু। রাজনৈতিক অঙ্গনে বিএনপির সমর্থক হিসেবে দুঃসময়ে দলের নেতা-কর্মীদের পাশে থাকলেও মাসুদুজ্জামান বিএনপির রাজনীতিতে সরাসরি সক্রিয় হওয়ার পর থেকে মাসুদুজ্জামান মাসুদকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয় নেতা-কর্মীদের মাঝে। নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাকে নিয়ে আশাবাদী স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

মাসুদুজ্জামানের বিএনপিতে যোগদান করার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, মাসুদুজ্জামান মাসুদ সাহেব দলে যোগদান করছেন আমরা তাকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানান চড়াই-উৎরাই এবং উত্থান পতনের মধ্য দিয়ে টিকে ছিল। সেই দলে আজও মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা এই দল করার। মাসুদুজ্জামান মাসুদ সাহেবের এই যোগদানকে আমি অত্যন্ত আনন্দ চিত্তে মনে করি যে আমাদের এমনিতেই দেশব্যাপী সাধারণ সদস্য পদের সংগ্রহ চলছে। এর মধ্যে তাদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা যোগদান করছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল বলেন, নারায়ণগঞ্জ জেলার একজন বিশিষ্ট সমাজ সেবক  মাসুদুজ্জামান মাসুদ সাহেবের আগমন আমি অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই। তার মতো ব্যক্তিরা যদি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসে অবশ্যই আমাদের দল সমৃদ্ধ হবে। 

মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, মাসুদ ভাই বিগত অনেক বছর ধরে আমি দেখেছি উনি ভিন্ন উপায়ে বিএনপি’র আন্দোলন সংগ্রামের সময় উনি চেষ্টা করেছেন বিএনপির মানুষের সুখে দুঃখে থাকার জন্য। আজকে আনুষ্ঠানিকভাবে যোগদান করছে আমি তা স্বাগত জানাই। যাতে এই ধরনের মানুষ বিএনপিতে আরো আসে। যাতে বিএনপিকে নেতৃত্ব দিয়ে আরও ভালো দিকে নিয়ে যায়। এই আশাবাদ রাখছি।

নারায়ণগঞ্জের রাজনীতিতে আলোচিত মাসুদুজ্জামান মাসুদ গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক আগ মুহূর্তে গ্রেপ্তারের মুখে ছিলেন । গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে আসে, আন্দোলনে অর্থায়নের কথা। 

মাসুদুজ্জামান মাসুদের জনসপৃক্ততার উল্লেখ্যযোগ্য বিষয়গুলোর মধ্যে করোনাকালে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ান। দুর্যোগকালে খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা ও আর্থিক সহযোগিতা দিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয়তা ছিল তার। ছিলেন ওয়ার্ড যুবদলের সভাপতির পদে।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শতাধিক স্পটে খিচুড়ি বিতরণ, ২০ হাজার মানুষের ঈদ পুনর্মিলনি আয়োজন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বড় মিছিল আয়োজন এবং ঢাকার বিজয় র‌্যালিতে শোডাউন—এসব কর্মসূচি তাকে আলোচনায় আনে।

বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকে মাসুদুজ্জামান মাসুদকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে দেখতে চান বলে জানান তার সমর্থকরা।

আরও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মনিরুল ইসলাম রবি, মহানগর যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বিএনপি নেতা  হানিফ সরদার, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার কায়েস রুমেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, ফারুক আহমেদ রিপন, মাহবুব উল্লাহ তপন, এডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন সোখন, শহিদুল ইসলাম রিপন, সারোয়ার মুজাহিদ মুকুল, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সদর থানা বিএনপি সহ-সভাপতি মহসিন উল্লাহ, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, এসএম দিপু, যুবদল নেতা সরকার আলম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মাতবর, বিএনপি নেতা ইসলা উদ্দিন ঈসা, মহিলা নেত্রী নুরুন্নাহার, সাজেদা খাতুন মিতা, রোজিনা আক্তার, খোরশেদ আলম লিপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়