৩১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৪, ৩০ জুলাই ২০২৫

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ চলাকালে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে এসে ভুক্তভোগীদের সাথে কথা বলবেন এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

লালপুর পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা বলেন, ‘জলাবদ্ধতার কারণে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে পারছে না, স্কুল-কলেজে ছাত্রছাত্রীদের যাওয়া সম্ভব হচ্ছে না, ঘরে ঘরে পানিবাহিত রোগে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেনাবাহিনীর পাম্প বসানো হলেও সেটি কার্যকর হচ্ছে না।’

ইউপি সদস্য মাঈনুদ্দিন জানান, ‘লাশ দাফন পর্যন্ত সম্ভব হচ্ছে না। কোরবানির পশু ছাদে কোরবানি দিতে হয় কিংবা অন্য এলাকায় গিয়ে দিতে হয়। অথচ বারবার প্রশাসনের কাছে গিয়ে শুধু আশ্বাসই পেয়েছি, কাজ হয়নি।’

ব্যবসায়ী হাবিব জানায়, ‘আমাদের সমস্যা দীর্ঘদিনের। হাসিনা সরকারের আমলে আমাদের কোন কাজ হয় নাই। আমরা সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কিন্ত কোন কাজ হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন প্রকার ট্যাক্স আর দিবো না।

এসময় আরও বক্তব্য রাখেন লালপুর-পৌষাপুকুরপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বারী, আজাদুর রহমান আজাদ, আলামিন বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক রফিক, লালপুর আলামিন বাগ পঞ্চায়েতের সভাপতি মো. জনি, শামীম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়