শিবু মার্কেটে মাওলানা জব্বারের গণসংযোগ

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার মঙ্গলবার (২৯ জুলাই) বাদ আসর ফতুল্লার শিবু মার্কেট, লামাপাড়া, রামারবাগ ও সেহাচর এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগে তিনি বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা লিফলেট বিতরণ করে তার পক্ষে ভোট চান।
মাওলানা আবদুল জব্বার বলেন, ‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। সুযোগ পেলে এই এলাকার উন্নয়নে আমার সবটুকু শ্রম ও মেধা নিবেদন করব। যানজট, জলাবদ্ধতা আর সুপেয় পানির সংকট সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ নেব।’
গণসংযোগে অনেক ভোটার তার কাছে এলাকার সমস্যা তুলে ধরেন। তিনি মনোযোগ দিয়ে সকলের কথা শোনেন এবং সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, ফতুল্লা উত্তর সাংগঠনিক থানা আমীর গাজী আবুল কাশেম, সেক্রেটারি হাফেজ এনামুল হক, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম প্রমুখ।