০৯ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

৬৫০ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন করে দিলো ‘রক্তযোদ্ধা’

৬৫০ শিক্ষার্থীকে টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন করে দিলো ‘রক্তযোদ্ধা’

বিনামূল্যে প্রায় সাড়ে ৬শ’ শিক্ষার্থীদের টাইফয়েড টিকা রেজিষ্ট্রেশন করে দিয়েছে সামাজিক সংগঠন ‘রক্তযোদ্ধা সমাজ ও মানবকল্যাণ পরিষদ’। টানা ৬ দিন সদর উপজেলার কাশীপুরে হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এ রেজিষ্ট্রেশন কার্যক্রম চলে। ওই সময়ের মধ্যে আগ্রহী উল্লেখিত শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সমাপনী দিনে এ রেজিষ্ট্রেশন কাজে সহায়তা করায় পাঁচজনকে সম্মাননা তুলে দেয়া হয়েছে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি ডি এম ইমরান, হাটখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সাধারণ সম্পাদক কবির প্রধান, সমাজকর্মী আবদুল আলীম, বিএনপি নেতা মোক্তার হোসেন মুক্তু।

স্বেচ্ছাসেবীদের নিরলস সহযোগিতাকে স্বীকৃতি জানাতে সংগঠনের স্বেচ্ছাসেবী ইব্রাহীম, আরেফিন, জুনায়েত, রাকিবকে সম্মাননা তুলে দেন অতিথিরা।

আয়োজক সংগঠনের সভাপতি কাজী সোহাগ জানান, ইতোমধ্যে হাটখোলা উচ্চ বিদ্যালয়ের সাড়ে ৬শ’ আগ্রহী শিক্ষার্থীকে বিনামূল্যে টাইফয়েড টিকার রেজিষ্ট্রেশন করে দেয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম অন্যান্য স্কুলেও চলমান থাকবে। 

স্বাস্থ্য অধিদপ্তর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু করবে ১২ অক্টোবর। ৩০ আগস্ট থেকে এর নিবন্ধন শুরু হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়