০৯ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২১, ৮ সেপ্টেম্বর ২০২৫

মুকুলের উপর হামলা: ডন বজলুসহ ১৬ জনের জামিন

মুকুলের উপর হামলা: ডন বজলুসহ ১৬ জনের জামিন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৬ জন জামিন পেয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ শুনানি শেষে তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা।

তিনি বলেন, হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটিতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও অপর ১৫ জন আসামি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়াতে গত রোববার তারা বিচারিক আদালতে জামিন আবেদন করেন।

সোমবার শুনানিতে আদালত তাদের পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত জামিন দিয়েছেন বলে জানান এ আইনজীবী।

মামলার নথিসূত্রে জানা যায়, গত ২৯ জুন বন্দর উপজেলার হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে হামলার শিকার হন আতাউর রহমান মুকুল। মহানগর বিএনপির সাবেক এ সহসভাপতিকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে তার পরনের জামা-কাপড়ও ছিঁড়ে ফেলেন হামলাকারীরা। তাকে মারধর ও হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পরে।

এই ঘটনায় বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলু ও তার সহযোগীদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়