মদনপুরে ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

মদনপুরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানা সীমান্তের মদনপুরস্থ অহনা অটো মোবাইলসের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গর্জনখোলার মৃত আবুল বাশারের মেয়ে তাছলিমা আক্তার (৩৫) ও একই এলাকার মৃত নাছির উদ্দিনের মেয়ে আফরোজা বেগম (৬২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের “ক সার্কেল”র উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপু ও সহকারী উপ-পরিদর্শক মোঃ আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানা সীমান্তের মদনপুরস্থ অহনা অটো মোবাইলস নামের সামনের রাস্তায় অভিযান চালিয়ে আফরোজা বেগম ও তাছলিমা বেগমকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে মাদক আইনে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছে নারায়ণগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।