‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জনগণ শক্ত হাতে মোকাবিলা করবে’

নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নারায়ণগঞ্জ মিশনপাড়া মহানগরী জামায়াতে ইসলামীর নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন প্রমুখ।
সভায় মাওলানা জব্বার বলেন, ‘নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, সাধারণ জনগণ তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করবে। যদি এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন তাহলেই শহীদের রক্তের বিনিময়ের নতুন বাংলাদেশ গঠন হবে, সকল জুলুমের অবসান হবে। অন্যথায় নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার দিকে আবার দেশ ধাবিত হবে।’