যুবলীগ নেতা মোমেনকে পুনর্বাসনের অভিযোগ বিএনপি নেতা শাহিনের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয় র্যালিতে যুবলীগ নেতা মোমেন মিয়ার প্রথম সারিতে ব্যানার ধরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তৃণমূল বিএনপি নেতাকর্মীরা প্রশ্ন তুলেছেন, কিভাবে একজন সাবেক যুবলীগ নেতাকে এভাবে সামনে আনা হলো।
অনুসন্ধানে জানা গেছে, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়ার হাত ধরেই যুবলীগ নেতা মোমেন বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। গত ২২ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্মদিনে তিনি শাহিনের সঙ্গে গিয়ে অংশ নেন। সেই অনুষ্ঠানে সাখাওয়াতের পাশে বসা অবস্থায়ও তাকে দেখা যায়।
তবে ১ সেপ্টেম্বর বিএনপির র্যালিতে শীর্ষ নেতাদের সঙ্গে ব্যানার ধরে দাঁড়ানোয় নতুন করে সমালোচনা শুরু হয়। তৃণমূলের অভিযোগ, আওয়ামী লীগের আমলে মোমেন যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের সহযোগী ছিলেন এবং আওয়ামী লীগে যোগ দিয়েই ব্যবসা-বাণিজ্য করেছেন। ৪ আগস্ট পর্যন্ত তিনি ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে মহাসড়কে অবস্থান নিয়েছিলেন বলেও তাদের দাবি।
এ প্রসঙ্গে বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন বলেন, “মোমেন আওয়ামী লীগ করতো, তার ছবি দেখেছি। কবে বিএনপিতে এল, কে এনেছে, আমি জানি না।”
অন্যদিকে, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল ইউসুফ খান টিপু জানান, “আমি মোমেনকে চিনি না। সে যদি কেক কাটে বা অন্যকিছু করে থাকে, বিষয়টি আহ্বায়কই জানবেন।”
যোগাযোগের চেষ্টা করা হলেও আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ফোনে সাড়া পাওয়া যায়নি।
অভিযোগ প্রসঙ্গে শাহিন মিয়া বলেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি মোমেনকে কোথাও নিয়ে যাইনি।”