বন্দরে এক কোটি শিশু শিক্ষার্থীর অধিকার নিশ্চিতের দাবিতে মানববন্ধন

এক কোটি শিশু শিক্ষার্থীর শিক্ষার অধিকার নিশ্চিত ও বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি কার্যক্রম পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষকগণ।
সোমবার (২৬ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষিকারা উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান এএইচএম শামীম আহমেদ, মহাসচিব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম রুবেল, শিক্ষক হাসান কবির, আনোয়ার হোসেন, আরিফ হোসেন, মাহবুব আলম, শামীমা আক্তার বর্ণা, রোকসানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ‘বাংলাদেশে ৬৫ হাজার ৭০০টির বেশি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যেখানে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থী লেখাপড়া করছে। এই প্রতিষ্ঠানগুলো দেশের প্রায় ৫০% প্রাথমিক শিক্ষা চাহিদা পূরণ করে। অথচ ১৭ জুলাই একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি অংশগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অমানবিক এবং সংবিধান লঙ্ঘনের শামিল।’
তারা আরও বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এসব স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মিতভাবে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত গ্রহণে প্রায় ১০ লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই, সরকার অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে শিশুদের সমান শিক্ষার অধিকার নিশ্চিত করুক।’
বক্তারা বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, ‘দেশের সব শিশুদের জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি থেকে বাদ দেওয়ার মাধ্যমে সেই অধিকার হরণ করা হয়েছে।’