২১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৯, ২০ জানুয়ারি ২০২৬

বন্দরে জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বন্দরে জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জের বন্দরে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব বন্দর উত্তর থানা জামায়াতের উদ্যোগে নবীগঞ্জ এলাকায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান বলেন, দেশে যদি প্রকৃত ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম থাকত, তাহলে কোনো অসহায় মানুষকে সাহায্যের জন্য লাইনে দাঁড়াতে হতো না। হযরত ওমর (রা.)-এর শাসনামলের মতো প্রতিটি নাগরিকের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হতো।

তিনি আরও বলেন, দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ও জাপানের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হবে, ইনশাআল্লাহ।

বন্দর উত্তর থানা সেক্রেটারি মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের মজলিসে শূরা সদস্য মো. জাকির হোসাইন, থানা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা সমাজের বিত্তবানদেরও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়