২১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩২, ২০ জানুয়ারি ২০২৬

এলপি গ্যাস সংকট নিরসন ও দাম কমানোর দাবিতে বাসদের সমাবেশ ও মিছিল

এলপি গ্যাস সংকট নিরসন ও দাম কমানোর দাবিতে বাসদের সমাবেশ ও মিছিল

এলপি গ্যাসের সংকট নিরসন, সংকট সৃষ্টিকারীদের শাস্তি এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এলপি গ্যাসের দাম নির্ধারণের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলা সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা সদস্যসচিব এস. এম. কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক প্রদীপ সরকার এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ।

বক্তারা বলেন, আবাসিকে প্রাকৃতিক গ্যাস সংযোগ বন্ধ হওয়ার পর এলপি গ্যাস সাধারণ মানুষের জন্য অত্যাবশ্যকীয় জ্বালানিতে পরিণত হয়েছে। অথচ বর্তমানে দেশে এলপি গ্যাস তীব্র সংকট দেখা দিয়েছে। ১২ কেজি এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩০৬ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকার আমদানি ঘাটতির কথা বললেও প্রকৃতপক্ষে আগাম প্রস্তুতির অভাবে এই সংকট তৈরি হয়েছে। তারা জানান, প্রতি বছর এলপি গ্যাসের চাহিদা প্রায় ১০ শতাংশ করে বাড়লেও ২০২৪ সালে যেখানে ১৬ দশমিক ১০ লাখ টন এলপি গ্যাস আমদানি হয়েছিল, ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৫ লাখ টনে। আমদানিকারকরা বাড়তি আমদানির অনুমতি চাইলেও সরকার তা দেয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপি গ্যাসের দাম দ্বিগুণ করে দিয়েছে। এতে সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ ও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

সমাবেশ থেকে অবিলম্বে এলপি গ্যাসের সংকট নিরসন, সংকটের জন্য দায়ীদের শাস্তি, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এলপি গ্যাসের দাম নির্ধারণ এবং আবাসিকে প্রাকৃতিক গ্যাস সংযোগ পুনর্বহালের দাবি জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়