১৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:২০, ১৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:১৬, ১৪ জানুয়ারি ২০২৬

আদালতে হাজিরা দিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল বিচারপ্রার্থীর

আদালতে হাজিরা দিতে এসে ট্রাক চাপায় প্রাণ গেল বিচারপ্রার্থীর

নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পথচারী বিচারপ্রার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম।

নিহত ব্যাক্তির নাম মাধুলী ইসলাম ভূঁইয়া (৭০)। তিনি রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।

সকালে তিনি রূপগঞ্জ থেকে চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে আদালতে এসেছিলেন বলে জানান প্রতিবেশী রোকসানা ইব্রাহিম।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হবার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।

এসআই রেহানুল বলেন, “ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চাপা দেবার পরপরই ট্রাকটি ফেলে পালান চালক ও তার সহকারি পালিয়ে যায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়