‘আওয়ামী লীগ বিচারব্যবস্থাকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “গত ১৫ বছর দেশে এমন এক শাসনব্যবস্থা চালু ছিল, যেখানে জুলুম, অত্যাচার ও নিপীড়ন ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। মামলা-হামলা, ঘরছাড়া হওয়া এসব ছিল আমাদের প্রতিদিনের বাস্তবতা। কিন্তু সেই জুলুম থেকে মুক্তির জন্য যে আন্দোলন হয়েছিল, জনগণ সেই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসককে দেশ থেকে বিতাড়িত করেছে। জনগণের বিজয় হয়েছে, জুলুম-অত্যাচারের অবসান ঘটেছে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন নাসিক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান এবং সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. কবির হোসেন প্রমুখ।
অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, “এই দেশ আমাদের পূর্বপুরুষদের রক্তে অর্জিত। তাই দেশকে সঠিক পথে রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি দেশকে সুশাসনের পথে ফিরিয়ে না আনতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম দুর্ভোগ ও অনিরাপত্তায় দিন কাটাবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ পরিচালিত হবে জনগণের মতামতের ভিত্তিতে, আইনের শাসনের ভিত্তিতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফার ভিত্তিতে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থা ও রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। অযোগ্যদের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে সংবিধান ও রাষ্ট্রের স্তম্ভগুলোকে ভেঙে দিয়েছে। এসব অন্যায়ের প্রতিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন, বিএনপি নেতা হারুন মাস্টার, নাসিক ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি আফজাল হোসেন, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনির হোসেন, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডের সভাপতি সামছুদ্দিন শেখ, ৯নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ান, যুবদল নেতা দুলাল মিয়া, রাকিব প্রধান, আফজাল হোসেন, মহারাজ, তনু পাগলা, আলী আজম, মোহাম্মদ আলী প্রমুখ।