বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী আর নেই

নারায়ণগঞ্জের সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় গোগনগর এলাকায় তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বাদ জোহর গোগনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের নামাজে জানাজায় হাজারো মানুষ শ্রদ্ধাভরে অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী নৌ প্লাটুনে অংশগ্রহণ করেছিলেন। তার যুদ্ধকালীন নানা বিষয় স্মৃতিচারণ করে অন্যান্য মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সিদ্দিকী নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের প্রাক্তন সহ-সম্পাদক মঈনুল হাসান রবিনসহ দুই পুত্র, স্ত্রী, এক কন্যা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।