টেক্সলাইন গার্মেন্টে শ্রমিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের বিসিকে টেক্সলাইন গার্মেন্টের শ্রমিক মো. হেলালকে আটকে রেখে মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সংগঠনটির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহসভাপ্রধান অঞ্জন দাস, গার্মেন্ট সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি এম এ শাহীন, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এফ এম আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এম এ শরীফ, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি ইউশা ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক রনি শেখ, সদস্য মোবাশ্বির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে অঞ্জন দাস বলেন, “জুলাই অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম শ্রমিকদের সম্মানজনক মজুরি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হবে। শ্রমিক নির্যাতন বন্ধ হবে। অথচ টেক্সলাইন গার্মেন্টের মালিক তরিকুল ইসলাম ও তার চাচাতো ভাই শিহাব ২৫ সেপ্টেম্বর রাতে বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শ্রমিক হেলালকে অমানবিকভাবে নির্যাতন করেছে। অথচ পুলিশ প্রশাসন নির্বিকার! আমরা দাবি জানাচ্ছি—অবিলম্বে মালিক তরিকুল ইসলাম ও তার সহযোগী শিহাবকে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হয়, তবে ৪০ লাখ শ্রমিক আবারও আন্দোলনে নামবে।”