নারায়ণগঞ্জে মোগল আমলের অনেক ইতিহাস রয়েছে: ডিসি

“টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পর্যটন এখন কেবল একটি এলাকায় সীমাবদ্ধ নয়, এটি একটি ইন্ডাস্ট্রির মতো। নেপাল, ভুটান ও সুইজারল্যান্ড পর্যটনকে অর্থনীতির একটি শক্তিশালী খাত হিসেবে পরিণত করেছে। আমাদের দেশেও সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে। নারায়ণগঞ্জ শহরেও মোগল আমলের উল্লেখযোগ্য স্থাপনা, যেমন পানাম সিটি ও সোনারগাঁ যাদুঘর রয়েছে।
তিনি আরও বলেন, লাঙ্গলবন্দ পুণ্যস্নান হিন্দুধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান। এখানে দেশের বাহির থেকেও দর্শনার্থীরা আসে। তাই আমরা লাঙ্গলবন্দে পর্যটন ও ধর্মীয় কার্যক্রম আরও সমৃদ্ধ করতে একটি কর্মসূচি গ্রহণ করেছি। নারায়ণগঞ্জে বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনাও পর্যটনের জন্য আকর্ষণীয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা শিরিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাবেক সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায় ও সদস্য সচিব কার্তিক ঘোষ প্রমুখ।