কদমরসুল সেতু নিয়ে মতবিনিমিয় সভা শনিবার

কদম রসুল সেতু নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করেছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল চারটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পরীক্ষণ হলে (পাঁচ তলা) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির সদস্য ধীমান সাহা জুয়েল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতলক্ষ্যা নদীর উপর নির্মিতব্য কদম রসুল সেতু নিয়ে সেতুর অংশীজনদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত তৈরি হচ্ছে। এই সেতুর বিদ্যমান নকশায় পশ্চিমাংশের র্যাম্প (মুখ) নারায়ণগঞ্জ কলেজের সামনে রাখায় জানজট বৃদ্ধিসহ নানাহ সমস্যা নিয়ে র্যাম্পের মুখ ও নকশা পরিবর্তন দাবি উঠেছে। বিদ্যমান নকশায়ই সেতুটি নির্মাণের পক্ষে মত দিচ্ছেন কেউ কেউ। অন্যদিকে কয়েকটি রাজনৈতিক দল সেতুটি নবীগঞ্জ করার দাবী তুলেছে। সেই বাস্তবতায় নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন কদম রসুল সেতু নিয়ে উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করেছে।
মতবিনিময় সভায় উপস্থিত হয়ে নিজের মতামত তুলে ধরার জন্য সকল অংশীজনদেরকে আমন্ত্রণ জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।