লিংক রোডে গাড়ি উল্টে দুই শিশু গুরুতর আহত

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁদমারি ইউটার্নে ইজিবাইক (মিশুক) উল্টে দুই শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় চাঁদমারি ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন ইউটার্নের সময় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার রাফিউদ্দিন রিয়াদের দুই কন্যা নুসাইবা (৭) ও বোন লুবাইসা (৮)।
প্রত্যক্ষদর্শী স্ট্যান্ডের একাধিক গাড়ি চালক জানান, সকাল ১১টায় বৃষ্টির সময় একটি ইজিবাইক (মিশুক) উল্টো পথে এসে ইউটান নেওয়ার সময় উল্টে যায়। এ সময় মিশুক আরোহী এক শিশু গাড়ি চাপা পরে। স্থানীয় লোকজন ওই শিশুসহ দুই শিশুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠায়।
নারায়ণগঞ্জ ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতাল জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার তানজিলা খাতুন বলেন, ‘আহত লুবাইসার ডান হতের একটি আঙুল বিচ্ছিন্ন আর ডান পা ভেঙ্গে গেছে। আমরা প্রথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছি। এবং তার ছোট বোন নুসাইবাকে প্রথামিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।’