০২ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৩, ১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:০৪, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির শক্তি দেখলো নারায়ণগঞ্জবাসী

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির শক্তি দেখলো নারায়ণগঞ্জবাসী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করলেন নারায়ণগঞ্জের বিএনপি নেতারা। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সারাদিনব্যাপী শহরে অনুষ্ঠিত হয় একের পর এক শো-ডাউন। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরজুড়ে শো-ডাউন ও হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সরগরম ছিল পুরো নারায়ণগঞ্জ। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারায়ণগঞ্জে বিএনপির এই জায়গায়-জায়গায় উপস্থিতি কেবল প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়, বরং আগামী নির্বাচনের কৌশলগত প্রস্তুতিরও ইঙ্গিত। বিশেষ করে, র‌্যালি ও গণসংযোগে সাধারণ মানুষ ও স্থানীয় নেতাদের অংশগ্রহণ দলের শক্তিশালী অবস্থানকে তুলে ধরেছে। 

শহরের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির এই শক্তি প্রদর্শন স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বহুদিন ধরে বিভক্ত বিএনপি যদি এই ঐক্যবদ্ধ কার্যক্রম বজায় রাখতে পারে, তবে আসন্ন নির্বাচনে তারা নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হতে পারবেন বলে নেতাকর্মীদের অভিমত। 

প্রতিষ্ঠা বার্ষিকীর সকালে মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আয়োজিত এ শো-ডাউনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মী অংশ নেন। 

একই সময়ে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে খানপুর হাসপাতাল রোড থেকে বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিতে ঘোড়ার গাড়িতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও মাসুদের ছবি সম্বলিত ফেস্টুন। লোকজ আবহে কৃষক, জেলে, তাঁতী, কুমার, পালকিতে নববধূসহ আবহমান বাংলার সংস্কৃতির প্রদর্শনীও ফুটে ওঠে। 

দুপুরে ধানের শীষ হাতে শো-ডাউন করেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও তার ছেলে সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা। মন্ডলপাড়া থেকে বের হওয়া র‌্যালিতে কয়েক হাজার সমর্থক অংশ নেন। 

বিকেল ৩টায় সাইনবোর্ড এলাকায় জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় আরেক বিশাল র‌্যালি। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও জেলা আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে হাজারো কর্মী এতে অংশ নেন। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু, মাশুকুল ইসলাম রাজীব, শরিফুল ইসলাম টুটুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, একরামুল কবীর মামুন, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি। 

বিকেল ৪টায় শহরের মন্ডলপাড়া ব্রিজ থেকে র‌্যালি বের করেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‌্যালিটি ২ নম্বর রেলগেট হয়ে চাষাঢ়া বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। 

একই দিনে বিএনপির একাধিক শো-ডাউন নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন নির্বাচনে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জল্পনা-কল্পনা থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাদের শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়।

সর্বশেষ

জনপ্রিয়