০২ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৪, ১ সেপ্টেম্বর ২০২৫

তরল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ‘সেন্ট্রাল ইটিপি’র প্রস্তাব

তরল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় ‘সেন্ট্রাল ইটিপি’র প্রস্তাব

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তরল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে ‘সেন্ট্রাল ইটিপি’ স্থাপনের প্রস্তাব দিয়েছেন প্রতিষ্ঠান মালিকরা। একইসঙ্গে স্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সরকারি বিভিন্ন দপ্তরের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া আরও ‘সহজ’ করারও দাবি জানান তারা।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের নিতাইগঞ্জে নগরভবনের পঞ্চম তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এসব দাবি জানানো হয়।

নাসিকের সচিব নূর কুতুবুল আলম সেমিনারে সভাপতিত্ব করেন। নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম, নাসিকের সঙ্গে যৌথভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা বেসরকারি সংস্থা প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের পরিচালক ক্যাপ্টেন (অব.) রাকিব উদ্দিন ভূঁইয়া, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিদর্শক হুজ্জাতুল ইসলাম, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, সিটি লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেনসহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি।

প্রিজম বাংলাদেশ এক ভিডিও প্রদর্শনীতে জানায়, সরকারি নীতিমালা অনুসরণ করে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য সংগ্রহ করে অটোক্লেভিং, ক্লোরিনেশন ও ইনসিনারেশন পদ্ধতিতে তা ব্যবস্থাপনা করা হয়। ব্যবহৃত সুইচ ও সিরিঞ্জ চাপা দেওয়া হয় কংক্রিট ট্যাংকে। বর্জ্য সংগ্রহ করার ক্ষেত্রেও তারা আলাদা ঝুড়ি ব্যবহার করার জন্য স্বাস্থ্যসেবার সাথে যুক্ত কর্মীদের প্রশিক্ষণও দেন তারা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় শহরের সরকারি দু’টি হাসপাতালসহ ৯৫টি হাসপাতাল প্রিজম বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য হাসপাতালগুলো থেকে তারা একটি মাসিক খরচও গ্রহণ করে থাকেন বলে জানান।

সেমিনারে বেসরকারি হাসপাতালের প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রিজম কঠিন বর্জ্য সংগ্রহ করলেও তরল বর্জ্য তারা সংগ্রহ করেন না। অন্যদিকে তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) না থাকায় পরিবেশ অধিদপ্তরও ছাড়পত্র নবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

প্রিজমও জানায়, তরল বর্জ্য সংগ্রহ করার ফ্যাসিলিটি তাদের নেই। পরে বেসরকারি হাসপাতালের মালিকরা এক্ষেত্রে সরকারি উদ্যোগে সেন্ট্রাল ইটিপি স্থাপনের প্রস্তাব দেন।

সভাপতির বক্তব্যে নাসিকের সচিব নূর কুতুবুল আলম বলেন, “সেন্ট্রাল ইটিপি করা গেলে তো খুবই ভালো হবে। কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেটের যে অবস্থা তাতে সিটি কর্পোরেশন নিজে এইটা করতে পারবে বলে আমার মনে হয় না। বেসরকারি হাসাপাতালের ধনাঢ্য মালিকদের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে, আমরা সবধরনের সহযোগিতা করতে আপনাদের পাশে আছি। আমরা কেউ কারও প্রতিপক্ষ না, একে অপরের পরিপূরক। আমাদের কোনো ডিপার্টমেন্ট অহেতুক ঝামেলা করলে জানাবেন। আমাদের দরজা সবসময় আপনাদের জন্য খোলা। কিন্তু আপনাদেরও কমিটমেন্ট রক্ষা করতে হবে।”

তিনি আরও বলেন, “সকল কাগজপত্র ঠিক না থাকলে সরকারি দপ্তরগুলো ছাড়পত্র দিবে না এটাই স্বাভাবিক। কেননা, কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে তখন সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও জবাবদিহি করতে হয় যে, কীসের ভিত্তিতে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। কোন কোন কাগজ লাগবে তা নির্ধারিত হয় নীতি-নির্ধারণের দায়িত্বে থাকা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে। তাছাড়া, বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও কিন্তু এগুলো মনিটর করে থাকে। কেউ চাইলেও নিয়মের বাইরে যেতে পারবে না। এমনকি সরকারও এসব অগ্রাহ্য করতে পারবে না। তবে, সকল কাগজপত্রের জন্য ওয়ান স্টপ সার্ভিস করার দাবি কিন্তু সকলেরই।”

সর্বশেষ

জনপ্রিয়