০২ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:২৫, ১ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল কুদ্দুস (৩৫) শরীয়তপুরের সখিপুর থানার আব্দুল ওকিলের ছেলে। 

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল প্রায় ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে, দশতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সিমরাইল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন জানান, উল্টো দিক থেকে আসা দুটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে কুদ্দুস ডান দিকে চলে যান। এ সময় ঢাকামুখি একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়