৩১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৩৫, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ২২:৩৮, ৩০ জুলাই ২০২৫

খানপুরে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ

খানপুরে এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ
অভিযুক্ত শিশু

খানপুরে আসিফ ইকবাল মুকুট নামে এক ব্যক্তিকে মারধরের পর হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শিশু নামের এক ব্যক্তিসহ তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে খানপুর বার একাডেমি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মুকুট (৪৮) বুধবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে অনুমানিক সাড়ে ৫টায় তার হাজীগঞ্জস্থ বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হওয়ার পর খানপুর বার একাডেমি স্কুল সংলগ্ন এলাকায় গেলে খানপুর এলাকার মৃত শাহজাদার ছেলে শিশু (৫৫) তাকে একটি ঘরের ভিতরে ডেকে নিয়ে, কোন কথা না বলে হঠাৎ বেধড়ক মারধর শুরু করে এবং সাথে যোগ দেয় তার ৫-৬ জন সহযোগী। এতে মারাত্মকভাবে আহত হন মুকুট। পাশাপাশি তার সাথে থাকা নগদ একত্রিশ হাজার পাঁচশত টাকা ও একটি এন্ড্রোয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে তাকে বলা হয়, কাউকে জানালে তাকে হত্যা করা হবে। তিনি ছাড়া পাওয়ার পর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ

জনপ্রিয়