ফতুল্লায় স্টেডিয়াম গেটে উঠল ‘শহীদ রিয়া গোপ’ সাইনবোর্ড

তিন মাস পর নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের গেটে উঠল ‘শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম’ নামে সাইনবোর্ড। কয়েকদিন আগে জেলা প্রশাসনের উদ্যোগে স্টেডিয়ামের প্রথম ফটকে অস্থায়ীভাবে দু’টি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
এর আগে গত ২২ জুন প্রেস নারায়ণগঞ্জে “কাগজেই সীমাবদ্ধ শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই দৃশ্যমান পদক্ষেপ নেয় জেলা প্রশাসন।
স্টেডিয়ামের অফিস সহায়ক শাহজাহান সিরাজ জানান, “গত ১ জুলাই জেলা প্রশাসকের প্রতিনিধি এসে গেটে দুটি সাইনবোর্ড লাগিয়ে যান।”
সাইনবোর্ড লাগানোর পর থেকেই স্থানীয়দের নজরে আসে স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি। নিরাপত্তা প্রহরী রতিশ সূত্রধর বলেন, “এখন এদিকে আসা মানুষজন সাইনবোর্ড দেখে নতুন নাম জানতে পারছেন।”
স্থানীয় বাসিন্দা মো. আনোয়ার মিয়া বলেন, “৪-৫ দিন আগে সকালে হাঁটতে গিয়ে দেখি শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম নামে সাইনবোর্ড। পরে জানলাম সরকার মাস কয়েক আগে নাম পরিবর্তন করেছে।”
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্টেডিয়ামের জন্য একটি স্থায়ী নামফলক স্থাপন, প্রবেশপথ উন্নয়ন এবং শহীদ রিয়া গোপের স্মৃতিকে তুলে ধরতে আলাদা পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ। পরে তাকে শহীদ ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ চলতি বছরের ২৩ মার্চ নারায়ণগঞ্জ স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তবে ঘোষণা অনুযায়ী কোনো সাইনবোর্ড বা নামফলক না থাকায় তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল।
সাম্প্রতিক সাইনবোর্ড স্থাপন সেই দীর্ঘ প্রতীক্ষার আংশিক প্রতিফলন হলেও, এখনো অপেক্ষা রয়েছে পূর্ণ বাস্তবায়নের।