০১ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৭, ২৮ জুলাই ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাংস্কৃতিক জোটের নানা কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাংস্কৃতিক জোটের নানা কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, শহীদদের প্রতি শ্রদ্ধা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি। সোমবার ২৮ জুলাই জোটের প্রচার সম্পাদক অপার অরণ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।     

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১ আগস্ট (শুক্রবার) বিকেল ৫টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের ৫ম তলার পরীক্ষণ হলে অনুষ্ঠিত হবে “জুলাই গণ-অভ্যুত্থান: জনআকাঙ্ক্ষা ও বাস্তবতা” শীর্ষক সেমিনার। এতে প্রবন্ধ পাঠ করবেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি। আলোচনায় অংশ নেবেন ভবানী শংকর রায়, জাহিদুল হক দীপু ও অমল আকাশ।

পাঁচ আগস্ট (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। এরপর গান, কবিতা, আবৃত্তি ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।    

সর্বশেষ

জনপ্রিয়