দেওভাগে বাইতুন নূর মসজিদে আর্থিক সহায়তা প্রদান

প্রেস নারায়ণগঞ্জ: দেওভোগের বাইতুন নূর জামে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নামাজরত অবস্থায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের মাঝে নামাজ পড়তে পারেন সে উদ্দেশ্যে একটি আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ‘আলোর সন্ধান’ মানব কল্যাণে নিয়োজিত সংগঠনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ আব্দুল হালিম, বঙ্গসাথী ক্রীড়ার সিনিয়র সহ-সভাপতি হাজী আবদুর রব খোকন রনি, একতা সড়ক বাইতুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি মো. বাদশা মিয়া, সাধারন সম্পাদক মো. সাহাদাত মিয়া, মো. লিপু, আকতার হোসেন, মহিউদ্দিন।
প্রেস নারায়ণগঞ্জ.কম