১২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০১, ১১ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে নবাগত ইউএনওকে ভূমি কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁয়ে নবাগত ইউএনওকে ভূমি কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আল জিনাতকে উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমানের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তারা এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা গ্রহণ করে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “একটি উপজেলার সার্বিক উন্নয়ন একা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। জনগণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে সমন্বিত টিমওয়ার্ক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সবার সহযোগিতায় সোনারগাঁকে উন্নয়ন ও প্রশাসনিক সেবার একটি দৃষ্টান্তে পরিণত করতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মুক্তার হোসেন, কানুনগো জাহাঙ্গীর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার নুর হোসেন, নামজারি সহকারী ফৌজিয়া আক্তার, সার্ভেয়ার মহসিন পাটোয়ারী, কম্পিউটার অপারেটর আতাউর রহমান, সার্টিফিকেট সহকারী তাহমিনা আক্তার।

এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নায়েবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

জনপ্রিয়