২৮ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৫, ২৭ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে স্কাই ড্রাগস কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন

সোনারগাঁয়ে স্কাই ড্রাগস কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের স্কাই ড্রাগস কোম্পানির (গেটকো) বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের এসিয়ান হাইওয়ে সড়কের আমবাগ চৌরাস্তার স্কাই ড্রাগস কোম্পানির সামনে স্থানীয় কৃষক ও ভুক্তভোগীরা মানববন্ধন করেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, কোম্পানিটি কৃষকদের জমি জোরপূর্বক দখল করে বালি ভরাটের মাধ্যমে কৃষি জমি ব্যবহার করতে বাধা দিচ্ছে। এর ফলে স্থানীয় কৃষকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আবু সাঈদ মোল্লা, লিটন বেপারী, তোমার ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্লা, দেওয়ান আনমন, বাতেন মোল্লাসহ অন্যান্য এলাকাবাসী।

তারা দাবি করেছেন যে, জমির বৈধ মালিকানা নিশ্চিত করতে এবং কোম্পানির অবৈধ কর্মকা- বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

এলাকাবাসী আরও জানিয়েছেন, তারা এই ধরনের ভূমি দস্যু ও জমি খেকো কর্মকা- বরদাস্ত করবেন না এবং দ্রুত ন্যায়বিচার চান।

সর্বশেষ

জনপ্রিয়