মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্যের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হীরাঝিল এলাকার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করে।
অভিযানকালে হীরাঝিল সিটি বাজারের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য, অনুমোদনহীন কসমেটিকস, নিষিদ্ধ সৌন্দর্যবর্ধক সামগ্রী এবং বিক্রি নিষিদ্ধ কোমল পানীয় পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হীরাঝিল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য স্থানীয় ভোক্তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
অভিযান শেষ সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক বলেন, “বাজারে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে নিয়মিত তদারকি চলছে। ভোক্তার অধিকার রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”





































