ফোনে মুক্তিপণ দাবি, পরদিন পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ
সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবির (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চার তলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
পরিবারের দাবি- একটি অপহরণকারী চক্র তাকবিরকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্থানীয়রা ভবনের নিচতলায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বাবা নূর মোহাম্মদ জানান, “মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার মোবাইল ফোন চালু থাকলেও বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। বুধবার স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে।”
নিহতের বড় ভাই হৃদয় বলেন, “একটি অজ্ঞাত নম্বর থেকে আমাদের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা টাকা দিতে রাজি হইনি। আজ (বুধবার) দুপুরে ভাইয়ের মৃত্যুর খবর পাই।”
এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকবিরকে গতকাল (মঙ্গলবার) রাতে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের বিষয়টি জানানো হয়েছে। ফোন নম্বরটি ট্র্যাক করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”





































