সিদ্ধিরগঞ্জে অবৈধ পানীয় কারখানা সিলগালা, ৪৬০ কার্টুন পণ্য জব্দ
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে পানীয় উৎপাদনের অভিযোগে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিদ্ধিরগঞ্জের দক্ষিণ নিমাইকাশারী এলাকায় মল্লিক ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মনাববর হোসেন।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীনভাবে ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, লিচি ড্রিংক, আইসললি, পানি, লাচ্ছি, চকলেটসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করছে। এসব পণ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রঙ ও ফ্লেভার এবং হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।
কারখানা ও গুদামঘর থেকে ৪৬০ কার্টুন অননুমোদিত খাদ্যপণ্য জব্দ করে বিনষ্ট করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। কারখানার মালিক বা ম্যানেজারকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে মান্নান নামে এক ব্যক্তিকে অসহযোগিতার দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুরো অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা। পাশাপাশি পুলিশের দুটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।





































